গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাশ (এ্যাডভান্সড)
গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাশ (এ্যাডভান্সড)
Description
বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটি কোর্স। কারণ অনলাইন এবং অফলাইনে প্রতি কাজেই গ্রাফিক ডিজাইন প্রয়োজন। আর এ কারণেই গ্রাফিক ডিজাইন এর ট্রেন্ড ছিল, আছে এবং সর্বদা থাকবে। এ কোর্সটি বেসিক গ্রাফিক ডিজাইন কোর্সের আওতায় আনা হয়েছে।
কেন শিখবেন গ্রাফিক্স ডিজাইন?
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর আপনার সময় হয়েছে পছন্দের প্রফেশন বেছে নেয়ার। আর গ্রাফিক ডিজাইন সৃজনশীল প্রফেশনের মধ্যে অন্যতম। এটি পৃথিবীর বিভিন্ন দেশেও প্রফেশনের ক্ষেত্রেও একটি সম্মানজনক পেশা। ফলে গ্রাফিক ডিজাইন কোর্সটি সাফল্যজনকভাবে সম্পন্ন করার পর ভালো একটি চাকরি আপনার অপেক্ষায় রয়েছে।
বর্তমানে ওয়েব ডিজাইনিং, এডভার্টাইসিং, মার্কেটিং, গেম ডেভেলপমেন্ট, এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের জন্য দেশি এবং আন্তর্জাতিক কোম্পানি রয়েছে। আর এ ধরণের সকল কোম্পানিতেই গ্রাফিক্স ডিজাইনারদের প্রয়োজন হয়। তাছাড়া দেশিয় গার্মেন্টস শিল্পেও গ্রাফিক্স ডিজাইনের চাহিদা রয়েছে ব্যপক।
যে সকল প্রোগ্রাম কোর্সের আওতায় রয়েছে:
- এডোবি ফটোসপ সিসি
- এডোবি ইলাসট্রেটর সিসি
What Will I Learn?
- গ্রাফিক ডিজাইন শিখলে কি ধরনের কাজের সুযোগ পাবেন?
- গ্রাফিক্স ডিজাইন শুধু শিখলেই হবে না এটির ওপর বিশেষ কোর্স করে প্রফেশনাল দক্ষতা অর্জনের পর রয়েছে দেশে ও বিদেশে অফুরন্ত কাজের সুযোগ। যেমন:-
- লোগো ডিজাইনার
- বিজনেস বা ভিজিটিং কার্ড ডিজাইন
- ব্যানার ডিজাইন
- বিজনেস ফ্লাইয়ার ডিজাইন
- বিজ্ঞাপন সংস্থাতে ডিজাইনার
- ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে
- স্যোসাল মিডিয়া মার্কেটিং
- ম্যাগাজিন এবং নিউজপেপার কোম্পানি
- এ্যাপ্লিকেশন ও গেম ডেভেলেপমেন্ট কোম্পানি
- মুক্ত পেশা (ফ্রিল্যান্সিং)
- বিভিন্ন মার্কেটপ্লেস- ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এবং ফাইবার ইত্যাদি
- ফেসবুক কভার পেজ ডিজাইন
- ফটো এডিটিংসহ আরো অনেক কিছু