মাইক্রোসফট অফিস এ্যাপ্লিকেশন (বিটিইবি অনুমোদিত)

About Course
এ টিউটোরিয়ালৈ নিম্নলিখিত ৪টি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন:-
মাইক্রোসফট ওয়ার্ড
মাইক্রোসফট ওয়ার্ড হলো ব্যক্তিগত এবং ব্যবসায়িক ডকুমেন্ট যেমন- চিঠিপত্র, রিপোর্ট, ইনভয়েস, ই-মেইল ও বই ইত্যাদি তৈরি এবং শুদ্ধ করার পৃথিবীর সবচাইতে সেরা জনপ্রিয় বহুল ব্যবহৃত এ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
ডিফল্ট অবস্থায় মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০১৬ প্রোগ্রামে ফাইল সংরক্ষণ করলে স্বয়ক্রিয়ভাবে .docx এক্সটেইনশন যুক্ত হয়।
মাইক্রোসফট এক্সেল
মাইক্রোসফট এক্সেল দিয়ে মূলত ব্যক্তিগত এবং ব্যবসায়িক যাবতীয় হিসাব-নিকাশের ডকুমেন্ট যেমন- সেলারি শীট, গ্রাফ, আয়-ব্যয়ের হিসাব, একাউন্টিংসহ ইত্যাদি তৈরি করা হয়। উল্লেখ্য যে, হিসেব-নিকেশের জন্য পৃথিবীর সবচাইতে সেরা জনপ্রিয় বহুল ব্যবহৃত এ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
ডিফল্ট অবস্থায় মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০১৬ প্রোগ্রামে ফাইল সংরক্ষণ করলে স্বয়ক্রিয়ভাবে .xlsx এক্সটেইনশন যুক্ত হয়।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হলো ব্যক্তিগত এবং ব্যবসায়িক বিভিন্ন ধরণের প্রেজেনটেশন তৈরি ও শুদ্ধ করার পৃথিবীর সবচাইতে সেরা জনপ্রিয় বহুল ব্যবহৃত এ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
ডিফল্ট অবস্থায় মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০১৬ প্রোগ্রামে ফাইল সংরক্ষণ করলে স্বয়ক্রিয়ভাবে .pptx এক্সটেইনশন যুক্ত হয়।
মাইক্রোসফট এক্সেস
মাইক্রোসফট এক্সেস হলো ব্যক্তিগত, অফিসিয়াল এবং ব্যবসায়িক বিভিন্ন ধরণের ডাটাবেজ ম্যানেজমেন্ট করার পৃথিবীর সবচাইতে সেরা জনপ্রিয় বহুল ব্যবহৃত এ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
ডিফল্ট অবস্থায় মাইক্রোসফ্ট এক্সেস প্রোগ্রামে ফাইল সংরক্ষণ করলে স্বয়ক্রিয়ভাবে .accdb এক্সটেইনশন যুক্ত হয়।
Course Content
মাইক্রোসফট ওয়ার্ড
-
ক্লাশ নং: ০১
-
ক্লাশ নং: ০২
-
ক্লাশ নং: ০৩
-
ক্লাশ নং: ০৪