আসসালামুআলাইকুম। গত পর্বে আমারা অন-পেজ এসইও করার কৌশল অর্থাৎ অন-পেজ এসইও পর্ব-১ এ এর গুরুত্বপূর্ণ উপাদান, এটি কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে করবো এইসব বিষয়ে সম্পর্কে একটি ধারণা পেয়েছি।
এই পর্বে অন-পেজ এসইও-এর কৌশল যেমনঃ কিওয়ার্ড রিসার্চ, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন সম্পর্কে বিস্তারিত জানবো।
কিওয়ার্ড রিসার্চ
অন-পেজ এসইও এর প্রধান কাজগুলোর একটি হচ্ছে কন্টেন্টের জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করা। ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করে সেটিই হল কিওয়ার্ড।
কিওয়ার্ড এর ধরন অনুযায়ী প্রকারভেদ
কিওয়ার্ড এর ধরন অনুযায়ী সাধারনত তিন (৩) ধরনের হয়ে থাকে।
যেমনঃ শর্ট-টেইল কিওয়ার্ড, লং-টেইল কিওয়ার্ড, সেমেন্টিক কিওয়ার্ড ইত্যাদি।
শর্ট-টেইল কিওয়ার্ড
শর্ট-টেইল কিওয়ার্ড সাধারনত ১ থেকে ২ শব্দের হয়ে থাকে। এটিকে সাধারনত মূল কিওয়ার্ড (Seed Keyword) ও বলা হয়ে থাকে।
যেমনঃ “এসইও” বা “এসইও কি”।
লং-টেইল কিওয়ার্ড
লং-টেইল কিওয়ার্ড সাধারনত দুই বা তিনের অধিক শব্দের হয়ে থাকে। এটি মূলত শর্ট–টেইল কিওয়ার্ড এর সাথে উপযুক্ত শব্দ যুক্ত হয়ে তৈরি হয়।
যেমনঃ “কীভাবে এসইও করবো” বা “এসইও শিখতে কী প্রয়োজন?”।
সেমেন্টিক কিওয়ার্ড
সেমেন্টিক কিওয়ার্ড সাধারানত ২ ধরনের কিওয়ার্ড এর সমন্বয়ে গঠিত। এখানে একটি মূল (Seed) কিওয়ার্ড থাকে এবং এর সাথে সামজ্যস্বপূর্ণ কিওয়ার্ড যুক্ত করে সেমেন্টিক কিওয়ার্ড তৈরি হয়।
এটি কন্টেন্টকে আরও মানসম্মত এবং ব্যবহারকারীর জন্য সুবিধা করে।
উদাহরণস্বরূপ, মূল কিওয়ার্ড যদি হয় “এসইও” তাহলে এর সাথে মিল রয়েছে এমন সেমেন্টিক কিওয়ার্ড হবে “ইমেজ এসইও কী? ” বা “এসইও এর প্রকারভেদ” ইত্যাদি।
কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো?
কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কিত কী লিখে ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে সার্চ করে সেটি খুঁজে বের করতে হবে।
এটি খুঁজে বের করার জন্য কন্টেন্ট সম্পর্কিত কিওয়ার্ডটির সার্চ ভলিউম বা কিওয়ার্ড ডিফিকালিটি কত সেটি জানতে হবে।
সার্চ ভলিউম
টার্গেটকৃত কিওয়ার্ড এর সার্চ ভলিউম কত তা খুঁজে বের করা জরুরি কারন এটি যত বেশি হবে র্যাঙ্ক করার সম্ভাবনা এবং কন্টেন্টের মান তত বেড়ে যাবে।
কিওয়ার্ড ডিফিকালিটি
টার্গেটকৃত কিওয়ার্ড এর ডিফিকালিটি যত বেশি হবে এটি র্যাঙ্ক হতে তত বেশি কঠিন এবং সময় লাগবে আর ডিফিকালিটি যত কম হবে এর র্যাঙ্ক করার সম্ভাবনা তত বেড়ে যাবে।
নোটঃ এক্ষেত্রে সবসময় ফোকাস কিওয়ার্ড হিসেবে লং-টেইল কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে হবে। কারন, শরট–টেইল কিওয়ার্ডের তুলনায় লং-টেইল কিওয়ার্ডের ডিফিকালিটি কম হয়ে থাকে এবং সহজে র্যাঙ্কযোগ্য।
কিওয়ার্ড রিসার্চ টুলস
সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকালিটি যাচাই করার জন্য বিভিন্ন ফ্রি টুলস ব্যবহার করা যেতে পারে।
- Google Search Console
- Google Analytics
- Google Keyword Planner
- Google Search Suggestion
- Moz
- Yoast SEO
- Ubersuggest
- SEMrush
- Ahrefs
এই প্রত্যেকটি টুলসই Limited Free Version ব্যবহার করা যাবে। Limit শেষ হয়ে গেলে অল্প কিছু ক্রেডিটের মাধ্যমে এসব টুলসগুলোর Unlimited Free Access পাওয়া যাবে।
মেটা টাইটেলের সঠিক ব্যবহার
অন-পেজ এসইও এর ক্ষেত্রে মেটা টাইটেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারন এটি সার্চ ইঞ্জিনকে ওয়েবপেজের কন্টেন্ট সম্পর্কে সম্পূর্ণ একটি ওভারভিউ দেয়।
একজন ব্যবহারকারীর নিকট প্রথমে ওয়েবপেজের কন্টেন্টের টাইটেল প্রদর্শিত হয় এবং এটি দেখেই সে ওয়েবসাইটের কন্টেন্টের ভেতর প্রবেশ করে। এথেকেই বুঝা যায় কন্টেন্টের সঠিক টাইটেল কতটা গুরুত্বপূর্ণ।
সঠিক মেটা টাইটেল ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবেঃ
- ফোকাস কিওয়ার্ডটি অবশ্যই মেটা টাইটেলে থাকতে হবে।
- সবসময় চেষ্টা করতে হবে যাতে ফোকাস কিওয়ার্ডটি টাইটেলের শুরুতে থাকে। কারন, ফোকাস কিওয়ার্ড যত শুরুর দিকে থাকে, গুগল সেটিকে ততবেশি গুরুত্ব দেয়।
- টাইটেলটি হতে হবে সুন্দর এবং ব্যবহারকারীর জন্য সহজবোধ্য।
- টাইটেলটি ৫০ থেকে ৬০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
- এমনভাবে টাইটেল লেখতে হবে যাতে এটি পড়েই কন্টেন্টের মূল বিষয়বস্তু বুঝা যায়।
এখানে ফোকাস কিওয়ার্ডটি টাইটেলের শুরুতে আছে এবং টাইটেল দেখে সহজেই কন্টেন্টের মূল বিষয়বস্তু বুঝা যাচ্ছে।
মেটা ডেসক্রিপশনের সঠিক ব্যবহার
টাইটেলের নিচে যা লেখা থাকে সেটিই হলো মেটা ডেসক্রিপশন। এটি সম্পূর্ণ কন্টেন্টের সারমর্ম হিসেবে কাজ করে। এটি র্যাঙ্কিং এর ক্ষেত্রে এবং ব্যবহারকারীর কন্টেন্টি পড়ার হার বাড়িয়ে দেয়।
সঠিক মেটা ডেস্ক্রিপশন লেখার নিয়মঃ
- এখানে অবশ্যই ফোকাস কিওয়ার্ডটি থাকতে হবে।
- সুন্দর এবং সহজ ভাষায় লিখতে হবে যাতে ব্যবহারকারী সহজেই বুঝতে পারে।
- এমনভাবে লিখতে হবে যাতে এটি পড়েই কন্টেন্টের ভেতর কি আছে অর্থাৎ কন্টেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়।
- এটি অবশ্যই ১৫০ থেকে ১৫০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
এখানে মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ডটি রয়েছে এবং এটি দেখেই বুঝা যাচ্ছে কন্টেন্টটি কি সম্পর্কিত।
সাধারণ প্রশ্নাবলী
কিওয়ার্ড কী?
ব্যবহারকারী যা লিখে গুগলে সার্চ করে সেটিই কিওয়ার্ড।
লং-টেইল কিওয়ার্ড এবং শর্ট–টেইল কিওয়ার্ড এর মধ্যে কোনটি এসইও-এর জন্য ভালো?
লং-টেইল কিওয়ার্ড কারন এর কিওয়ার্ড ডিফিকালিটি অনেক কম হয়ে থাকে।
কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রি টুলস কোনগুলো?
Google Search Console, Google Analytics, Google Keyword Planner, Google Search Suggestion, Moz, Yoast SEO, Ubersuggest, SEMrush, Ahrefs
মেটা টাইটেল কতটুকু লিখলে এসইও-এর জন্য ভালো হবে?
এটি সবসময় ৫০ থেকে ৬০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
মেটা ডেসক্রিপশন কতটুকু লিখলে এসইও-এর জন্য ভালো হবে?
এটি সবসময় ১৫০ থেকে ১৬০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে।